বুধবার মহালয়া উপলক্ষে নিভিয়ায় অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্গের পদযাত্রা ও বোদ্ধিক আলোচনা।
রসসিন্ধু ভট্টাচার্য, নিভিয়া, ৬ অক্টোবৰঃ বুধবার মহালয়া উপলক্ষে নিভিয়ায় অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্গের পদযাত্রা ও বোদ্ধিক আলোচনা। ওইদিন বিকেল তিনটায় গম্ভীরা ঘাট থেকে নিভিয়া বাগন তেমাথা পর্যন্ত হয় বিশাল পদযাত্রা। এতে অংশগ্রহণ করেন কেন্দ্রের বিভিন্ন এলাকার শতাধিক স্বয়ং সেবক। পরে নিভিয়া বোধন উচ্চতর বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় প্রার্থনা ও র্দূগার আগমনী সঙ্গীত পরিবেশন। সব শেষে হয় বোদ্ধিক আলোচনা । এতে সঙ্গ কর্তা ধনঞ্জয় নাথ বলেন র্দূগা পুজোর এই মাসের দুইটি বিশেষত্ব রয়েছে সনাতন ধর্মীয়দের নিকট। এর একটি হল এই মাস যেমন দেবী পক্ষের টিক তেমনি পিতৃ পক্ষের বটে। এই মাসেই সনাতন ধর্মের লোকরা প্রয়াত পিতৃ পুরুষদের শান্তি কামণায় র্তপনের মাধ্যমে প্রয়াতদের প্রতি নিবেদন করেন জলাহার। কারণ মানব শরীরের ধ্বংস হয় আত্মার নয়। ফলে পুর্ব পুরুষের বিদেহী আত্মার প্রতি আনুগত্য পদর্শন যথার্থ মাইনে রাখে।